মাগুরার শিশুটির মামলার তদন্ত দ্রুত শেষ করা হবে: আইজিপি

Nasir Uddin | প্রকাশিত: ১৩ মার্চ ২০২৫, ১৭:০২

ফাইল ছবি

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, মাগুরায় ধর্ষণের শিকার শিশুর মামলাটির তদন্ত দ্রুততম সময়ের মধ্যে শেষ করা হবে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল পুলিশ সদর দফতরের পক্ষ থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

তিনি বলেন, শিশুটির মামলার তদন্ত দ্রুততম সময়ের মধ্যে শেষ করা হবে। এরপর দোষীদের বিরুদ্ধে প্রতিবেদন জমা দেওয়া হবে। ভবিষ্যতে এ ধরনের কাজ কেউ করলে তাকে কঠোর শাস্তির আওতায় আনা হবে।

এর আগে, আজ দুপুর ১টার দিকে শিশুটি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যায় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, মাগুরায় নির্যাতিত শিশুটি আজ ১৩ মার্চ দুপুর ১টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top