শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

নড়াইলে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন

নড়াইল থেকে | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২১, ২০:৫৪

ছবি: সংগৃহীত

নড়াইলে মাদক মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন।

সাজাপ্রাপ্তরা হলেন- যশোরের বাঘারপাড়া উপজেলার নিত্যানন্দপুর গ্রামের রফিকুল ইসলাম এবং আবু সাঈদ সরদার। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২০ ফেব্রুয়ারি নড়াইল সদর থানার কামকুল এলাকা থেকে ফেনসিডিলসহ তাদের আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের হয়। এসআই খায়রুল ইসলাম তদন্ত শেষে ২ মাদক কারবারির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ৮ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top