পাপুলের স্ত্রী-কন্যার জামিন বাতিল প্রশ্নে হাইকোর্টের রুল
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২১, ০২:৫১
বহুল আলোচিত লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কুয়েতে কারাবন্দি শহিদ ইসলাম পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলামকে দেওয়া জামিন কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
পাপুলের স্ত্রী ও মেয়ের জামিনকে ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতের দেওয়া জামিন বাতিল চেয়ে দুদকের করা আবেদনে এ আদেশ দেন আদালত। দুর্নীতি দমন কমিশনের(দুদক) পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। রাষ্টপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।
গতবছর ২৭ ডিসেম্বর সেলিনা ইসলাম ও ওয়াফা ইসলামকে জামিন দেয় ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালত। এই জামিন বাতিল চেয়ে রোববার হাইকোর্টে আবেদন জানায় দুদক।
এর আগে গত ১১ ফেব্রুয়ারি হাইকোর্টের একই বেঞ্চ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম ও তার মেয়ে ওয়াফা ইসলামের জামিন আবেদনের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের জাল নথি দাখিল করার ঘটনা তদন্তের নির্দেশ দেন। দুইমাসের মধ্যে তদন্ত সম্পন্ন করতে দুদককে নির্দেশ দেওয়া হয়েছে।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।