মুক্তমনা লেখক
অভিজিৎ হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ১ জনের যাবজ্জীবন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২১, ২১:০৩
ব্লগার ও মুক্তমনা লেখক অভিজিৎ হত্যা মামলায় ৫ জনের মৃত্যু ও ১ জনের যাবজ্জীবন দিয়েছেন আদালত। ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার আগে কাশিমপুর কারাগারে থাকা ৪ আসামিকে আদালতে হাজির করা হয়। এ মামলার ২ আসামি পলাতক রয়েছেন।
সাজাপ্রাপ্তরা হলেন-মেজর (চাকরিচ্যুত) সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক জিয়া, মোজাম্মেল হুসাইন সায়মন (সাংগঠনিক নাম শাহরিয়ার), আবু সিদ্দিক সোহেল সাকিব, আকরাম হোসেন আবির, আরাফাত রহমান। যাবজ্জীবনপ্রাপ্ত আসামি হলেন শফিউর রহমান ফারাবি।
প্রসঙ্গত, অভিজিৎ রায়কে ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাত সোয়া ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় সোহরাওয়ার্দী উদ্যানের পাশে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে ওইদিন রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।