শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: ১০ জঙ্গির মৃত্যুদণ্ড বহাল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২১, ২১:১১

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: ১০ জঙ্গির মৃত্যুদণ্ড বহাল

গোপালগঞ্জের কোটালীপাড়ায় দুই দশক আগে বোমা পুঁতে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১০ জঙ্গির মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট।

এছাড়া ৩ আসামির বিভিন্ন মেয়াদে সাজা বহাল রাখা হয়েছে। আপিলের রায়ে খালাস পেয়েছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে ১৪ বছর কারাদণ্ড পাওয়া আনিস।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে রায় ঘোষণা করেন। ভাষার মাস উপলক্ষে রায়টি বাংলায় পড়া হয়।

এর আগে বেলা পৌনে ১১টার কিছু আগে রায় পড়া শুরু হয়। প্রায় দুই ঘণ্টা পর রায় ঘোষণা করা হয়।

গত ১ ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত দ্বৈতবেঞ্চে রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায় ঘোষণার দিন ধার্য করেন।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top