সুনামগঞ্জে ৬৫ মামলার ব্যতিক্রমী রায় ঘোষণা

সুনামগঞ্জ থেকে | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২১, ২২:১৫

সুনামগঞ্জে ৬৫ মামলার ব্যতিক্রমী রায় ঘোষণা

সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবারও ৬৫টি পারিবারিক মামলার ব্যতিক্রমী রায় দিয়েছেন।

৬৫ মামলার মধ্যে ৫৪ মামলায় আপোষ নিস্পত্তি হওয়ায় স্বামী-স্ত্রীর হাতে ফুল দিয়ে মিলমিস করে দেয়া হয় এবং ১১ মামলায় আপোষ নিস্পত্তি না হওয়ায় ১১ স্বামীকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে এ যুগান্তকারী রায় ঘোষনা করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জাকির হোসেন গালিব। এ সময় ৬৫টি মামলার বাদী-বিবাদী, সন্তান ও স্বজনরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবী এড. হুমায়ুন মঞ্জুর চৌধুরী এ ধরনের যুগান্তকারী রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে ছোটখাট বিষয় নিয়ে মামলা মোকদ্দমার কারণে অনেকেই আর্থিক ও সামাজিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। এ রায়ের ফলে মানুষ বিচার বিভাগের প্রতি আস্থা ফিরে আসবে এবং সামাজিক অবক্ষয় রোধ হবে

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top