বাক প্রতিবন্ধীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন

বরিশাল থেকে | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২১, ১৬:৪২

ফাইল ছবি

সন্তানের সামনে বাক প্রতিবন্ধী মাকে ধর্ষণ করার অপরাধে ধর্ষক আইউব খন্দকারের যাবজ্জীবন কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ বছরের দন্ড দেয়া হয়েছে।

সোমবার বিকেলে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন।

আইউব উজিরপুর উপজেলার সাতলা গ্রামের বাসিন্দা আফতাব খন্দকারের ছেলে। ২০১৫ সালের ২৯ জানুয়ারি উজিরপুর মডেল থানায় এ ধর্ষণ মামলা দায়ের করেন নির্যাতিতার ছেলে শ্যামল মন্ডল।

আদালতের বেঞ্চ সহকারি আজিবর রহমান জানান, নির্যাতিতার বাড়ি আসামী আইউবের বাড়ির পাশে। এ সুবাদে আসামী প্রায়ই তাদের বাড়ি আসা যাওয়া করতো। ২০১৫ সালের ২৮ জানুয়ারী বিকেল সাড়ে তিনটার দিকে বাড়িতে গিয়ে ঘরে ঢুকে দেখতে পায় আসামী তার বাক প্রতিবন্ধী মাকে জোরপূর্বক ধর্ষণ করছে। তার মা লম্পট আইউবের হাত থেকে ছুটতে ধস্তাধস্তি করছে এবং চেচামেচি করছে।

ধর্ষিতার ছেলে এ দৃশ্য দেখে ধর্ষককে ধরে দুইটা চড় মারে। আসামি আইউব তার হাত থেকে ছুটে গিয়ে স্যান্ডেল ফেলে রেখে পালিয়ে যায়। এ অভিযোগে মামলা দায়ের হলে একই বছরের ২৯ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক খান আইউবকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল দেন। ৮ জনের সাক্ষ্য গ্রহন শেষে বিচারক ওই রায় ঘোষণা করেন।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top