মুশতাকের ব্যবহৃত মোবাইল-সিপিইউ চেয়ে স্ত্রীর আবেদন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ মার্চ ২০২১, ২২:৩০

মুশতাকের ব্যবহৃত মোবাইল-সিপিইউ চেয়ে স্ত্রীর আবেদন

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দি অবস্থায় মারা যাওয়া লেখক মুশতাক আহমেদের ব্যবহৃত মোবাইল ফোন ও সিপিইউ চেয়ে আবেদন করা হয়েছে।

বুধবার (১০ মার্চ) ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আবু বকর ছিদ্দিকের আদালতে মুশতাকের স্ত্রী লিপা আক্তার এ আবেদন করেন। এরপর আদালত মামলার তদন্তকারী কর্মকর্তাকে আগামী ১০ দিনের মধ্যে মালিকানা যাচাই পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

আবেদনে মুশতাকের স্ত্রী বলেন, 'মুশতাক মারা যাওয়ায় মামলা চলার সুযোগ নেই। তার মালিকানাধীন একটি রেডমি-৫ (Redmi-5) মোবাইল ও একটি অ্যাপেল (Apple) এর সিপিইউ জব্দকৃত আলামত মামলার আলামত হিসেবে ব্যবহৃত হবে না। সেহেতু জব্দ আলামতসমুহ আমার জিম্মায় প্রদান করা একান্ত আবশ্যক।'

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top