বৈদেশিক মুদ্রা ও মাদক মামলায় ‘ক্যাসিনো খালেদের’ বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ মার্চ ২০২১, ২২:০৯

বৈদেশিক মুদ্রা ও মাদক মামলায় ‘ক্যাসিনো খালেদের’ বিচার শুরু

বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হওয়া পৃথক ২ মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া ওরফে ক্যাসিনো খালেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

রোববার (২১ মার্চ) ঢাকার অতিরিক্ত তৃতীয় মহানগর দায়রা জজ রবিউল আলমের আদালত আসামির অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠনের এ আদেশ দেন।

একইসঙ্গে দুই মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১ জুন দিন ধার্য করেন। এর মধ্য দিয়ে এ দুই মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হলো।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) সাবিনা আক্তার দিবা বিষয়টি নিশ্চিত করেছেন।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top