শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

সুনামগঞ্জের শাল্লায় হামলা ঘটনার ৩০ আসামি রিমান্ডে

সুনামগঞ্জ থেকে | প্রকাশিত: ২৩ মার্চ ২০২১, ২৩:০৩

ফাইল ছবি

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুরের ঘটনার প্রধান আসামিসহ ৩০ আসামিকে রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেছেন আদালত।

শহিদুল ইসলাম ওরফে স্বাধীন মেম্বারকে ৫ দিন ও বাকি ২৯ জনের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।

মঙ্গলবার (২৩ মার্চ) দুপুর ১টার দিকে সুনামগঞ্জের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শ্যাম কান্ত সিনহা এই আদেশ দেন।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামসুল আবেদীন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।


এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top