শাল্লায় হামলার প্রধান আসামি স্বাধীন ৫ দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ মার্চ ২০২১, ২৩:১২
সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁওয়ে হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনায় করা মামলার প্রধান আসামি ইউপি সদস্য শহিদুল ইসলাম স্বাধীনকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া বাকি ২৯ আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে সুনামগঞ্জের শাল্লাজোনের বিচারক শ্যামকান্তি সিনহা এই রিমান্ড মঞ্জুর করেন।
হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গত রোববার স্বাধীনের ১০ দিন করে এবং বাকি ২৯ জনের পাঁচ দিন করে রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করে পুলিশ। শুনানি শেষে আদালত মঙ্গলবার দুপুরে স্বাধীনকে পাঁচ দিন এবং অন্যদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গত শুক্রবার গভীর রাতে শাল্লায় হামলার ঘটনায় প্রধান আসামি শহিদুল ইসলাম স্বাধীন মেম্বারকে মৌলভীবাজার জেলার কুলাউড়া থেকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন- পিবিআই। এ ঘটনায় এখন পর্যন্ত জেলার দিরাই ও শাল্লা উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে ৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হামলা ও মামলার ঘটনায় দুটি পৃথক মামলা হয়েছে।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।