সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

তীব্র গরমে গাছের যত্ন যেভাবে!

রাশেদ রাসেল | প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৪, ১৪:৩৭

ছবি: সংগৃহীত

সারা দেশে চলছে তাপদাহ। এই গরমে আমাদের চারপাশের গাছ গুলোর অবস্থাও খারাপ।

 

চলুন জেনে নিই এই গরমে কীভাবে গাছের যত্ন নিবেন।

১। গাছের গোঁড়ায় প্রতিদিন পানি দিতে হবে। চেষ্টা করতে হবে চড়া রোদ উঠার আগেই এই কাজ সম্পন্ন করার।

এজন্য সকাল সকাল পানি দেওয়া ভালো।

২। অনেক সময় বিকালেও গাছে পানি দেই আমরা। সেক্ষেত্রে পানি দেওয়ার আগে হাত দিয়ে মাটি পরখ করে দেখুন এটি গরম আছে কিনা।

গরম থাকলে মাটি ঠাণ্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এ অবস্থায় গরম মাটিতে দিলে শিকড়ের ক্ষতি হবে, এতে গাছ মারাও যেতে পারে।

৩। অনেকে মনে করেন গরমের সময় গাছে বেশি বেশি পানি দিতে হয়। এটি ভ্রান্ত ধারণা ছাড়া আর কিছুই না।

বেশি পানিতে গাছের গোঁড়া পচে যেতে পারে। তাই গাছের পাতায় পানি স্প্রে করতে পারেন অতিরিক্ত পানি দেওয়ার বদলে।

৪। যদিও গাছের জন্য রোদের প্রয়োজন আছে কিন্তু তীব্র গরমের এই সময়টায় গাছকে ছায়ার ভেতর রাখা উত্তম। বিশেষ করে চড়া রোদ যখন ওঠে তখন গাছকে ছায়ায় রাখুন।

৫। গরমের সময় গাছে পোকামাকড়ের উৎপাত বেড়ে যায়। পোকা যেন না ধরে সেদিকে লক্ষ্য রাখতে হবে। চাইলে গাছের গোঁড়ায় গোলমরিচ গুঁড়ো ছিটিয়ে রাখতে পারেন। এতে পোকা ধরার ঝুঁকি কমে যাবে।

 

সূত্র : ফ্রেন্ডস অফ ট্রিস



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top