আজ কোথায় কী হচ্ছে, সারাদিনের আয়োজন কী

রায়হান রাজীব | প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৪

ছবি: সংগৃহীত

রাজধানীতে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে থাকে রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন। ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন। আজ রবিবার কোথায় কী হচ্ছে চলুন দেখে নেয়া যাক একনজরে।

পররাষ্ট্র উপদেষ্টার কর্মসূচি

বেলা সাড়ে ১১টায় বিআইআইএসএস অডিটোরিয়ামে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত ‘টুরিজম ফর অ্যাটেইনিং এসডিজিস: চ্যালেঞ্জ অ্যান্ড প্রসপেক্ট ফর বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বিকেল ৩টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে অংশগ্রহণ-পরবর্তী প্রেস ব্রিফিং।

বিএনপির কর্মসূচি

জাতীয়তাবাদী ওলামা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষেসকাল সাড়ে ১০টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ্য অর্পণ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ।

এ ছাড়া বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে সীমান্ত হত্যা বন্ধ, ফ্যাসিস্ট হাসিনার বিচার ও লুট হওয়া অর্থ ফিরিয়ে আনার দাবিতে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহসভাপতি রাশেদ প্রধান প্রমুখ।

জাতীয় পার্টির কর্মসূচি

দুপুর সাড়ে ১২টায় বনানীতে নিজ কার্যালয় মিলনায়তনে জাতীয় যুব সংহতির মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

নির্বাচন কমিশনের কর্মসূচি

বিকেল ৩টায় নির্বাচন কমিশন ভবনের সভাকক্ষে বরিশাল অঞ্চলের নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন ইসি সচিব জনাব শফিউল আজিম।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top