বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২

দক্ষিণ এশিয়ায় দ্রুত বাড়ছে ফুসফুসের ক্যানসার

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫, ১৭:১৩

সংগৃহীত

বাংলাদেশসহ পুরো দক্ষিণ এশিয়ায় দ্রুত বাড়ছে ফুসফুসের ক্যানসার। চিকিৎসকদের মতে, কয়েকটি প্রচলিত ভুল ধারণার কারণে অনেক সময় রোগটি দেরিতে শনাক্ত হয়, ফলে জীবন বাঁচানো কঠিন হয়ে পড়ে। সময়মতো স্ক্রিনিং ও চিকিৎসা শুরু করাই এ রোগ মোকাবিলার সবচেয়ে কার্যকর উপায়।

ধূমপায়ীদের মধ্যেই শুধু ক্যানসার—এ ধারণা ভুল

বিশেষজ্ঞরা জানান, ধূমপান বড় ঝুঁকি হলেও এটি একমাত্র কারণ নয়। যেসব মানুষ কখনো ধূমপান করেননি, তাদেরও প্রায় ২০ শতাংশ ক্ষেত্রে ফুসফুসের ক্যানসার ধরা পড়ে। দীর্ঘদিনের বায়ুদূষণ, অ্যাসবেস্টস বা রাডনের সংস্পর্শ, পরিবারে ক্যানসারের ইতিহাস—এসব কারণও ঝুঁকি বাড়ায়।

প্রাথমিক লক্ষণ নীরব থাকে

ফুসফুসের ক্যানসার শুরুতে সাধারণত তেমন কোনো লক্ষণ দেখায় না। দীর্ঘদিনের কাশি, হালকা শ্বাসকষ্ট, বা অকারণে ক্লান্তি—অনেকে এসবকে সাধারণ সমস্যা ভেবে অবহেলা করেন। চিকিৎসকদের মতে, লো-ডোজ সিটি স্ক্যান প্রাথমিক অবস্থাতেই টিউমার শনাক্ত করতে পারে।

দীর্ঘদিনের কাশি মানেই সংক্রমণ নয়

তিন সপ্তাহের বেশি কাশি স্থায়ী হলে, রক্ত উঠলে বা ওজন কমতে শুরু করলে দেরি না করে পরীক্ষা করা জরুরি। সাধারণ অ্যান্টিবায়োটিকে কাজ না করলে সিটি স্ক্যান বা ব্রঙ্কোস্কপি করাতে হয়, কারণ এক্স-রেতে অনেক টিউমার ধরা পড়ে না।

চিকিৎসা এখন অনেক উন্নত

ফুসফুসের ক্যানসারের চিকিৎসা নিয়ে আরেকটি ভুল ধারণা প্রচলিত। আধুনিক চিকিৎসায় টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি ও প্রিসিশন মেডিসিন রোগীর জেনেটিক তথ্য অনুযায়ী চিকিৎসা নিশ্চিত করে। পাশাপাশি মিনিমালি ইনভেসিভ ও রোবটিক সার্জারি রোগীর সুস্থতার সম্ভাবনা আরও বাড়ায়।

শুধু বয়স্কদের রোগ—এ ধারণাও ভুল

বয়স বাড়লে ঝুঁকি বাড়ে ঠিকই, তবে তরুণরাও ঝুঁকির বাইরে নয়। দূষণ, জেনেটিক কারণ বা ক্ষতিকর রাসায়নিকের সংস্পর্শে তরুণদের মধ্যেও ফুসফুসের ক্যানসার দেখা যেতে পারে।

চিকিৎসকদের মতে, ফুসফুসের ক্যানসার নিয়ে ভুল ধারণা ভাঙা জরুরি। যত দ্রুত রোগ শনাক্ত হবে, চিকিৎসার ফলাফল তত ভালো হওয়ার সম্ভাবনা থাকে। ধূমপান, দূষণ বা জেনেটিক ঝুঁকি—যে কারণই হোক, সচেতনতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জীবনের নিরাপত্তা বাড়ায়।

সূত্র : এই সময় অনলাইন

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top