বৃহঃস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

২০২৫ সালের শেষ পূর্ণিমা ‘কোল্ড মুন’

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫, ১৬:১০

সংগৃহীত

২০২৫ সালের শেষ পূর্ণিমা আজ আকাশপ্রেমীদের জন্য এক বিশেষ উপহার নিয়ে এসেছে। এই পূর্ণিমাকে সাধারণত ‘কোল্ড মুন’ বলা হয়। কখনো কখনো এটি ‘লং নাইট মুন’ বা ‘মুন বিফোর ইয়ুল’ নামেও পরিচিত, যা মূলত উত্তর গোলার্ধের শীতকাল এবং দীর্ঘ, ঠান্ডা রাতের সঙ্গে সম্পর্কিত।

বিশেষত্ব হলো, এই পূর্ণিমা সুপারমুনও। সুপারমুন তখন ঘটে যখন চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছের বিন্দুতে থাকে, ফলে এটি তুলনামূলকভাবে বড় এবং উজ্জ্বল দেখা যায়। তাই আজকের পূর্ণিমা আকাশপ্রেমীদের জন্য একটি চমকপ্রদ দৃশ্য উপহার দিচ্ছে।

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে এই পূর্ণিমা ৩, ৪ এবং ৫ ডিসেম্বর পর্যন্ত সুন্দরভাবে দেখা যাবে। বিশেষ করে সূর্যাস্তের ঠিক পর চাঁদ ওঠার মুহূর্তটি পর্যবেক্ষণ করলে চাঁদটি দৃষ্টিকোণ অনুযায়ী বড় মনে হয়। উন্মুক্ত ও আলো কম থাকা জায়গায় দাঁড়িয়ে দেখলে এ দৃশ্য সবচেয়ে উপভোগ্য। চাইলে দুরবিন বা ছোট টেলিস্কোপ ব্যবহার করেও চাঁদের বিশদ দৃশ্য দেখা সম্ভব।

আকাশবিজ্ঞানীরা এবং জ্যোতিষশাস্ত্রপ্রেমীরা এই পূর্ণিমাকে বছরের শেষের প্রতিফলন ও ধ্যানের সময় হিসেবে দেখেন। বছরের শেষ সুপারমুন হওয়ার কারণে দীর্ঘ শীতকালিক রাতের আলোতে চাঁদটি আরও প্রভাবশালী ও সুন্দর মনে হয়। অনেকেই এই রাতে ছবি তোলেন, ধ্যান করেন বা প্রকৃতির সঙ্গে একরূপ অনুভূতি উপভোগ করেন।

২০২৫ সালের এই শেষ পূর্ণিমা শুধুই চাঁদের সৌন্দর্য দেখায় না, বরং বছরের সমাপ্তি উপলক্ষে এক নিঃশব্দ, সুন্দর ও আধ্যাত্মিক মুহূর্তও উপহার দেয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top