সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

পরোক্ষ ধূমপান শিশুদের জন্য কতটা ভয়াবহ?

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৬

সংগৃহীত

ধূমপান যে ক্ষতিকর, তা সবাই জানে। কিন্তু নতুন গবেষণায় দেখা গেছে, ধূমপান না করলেও আশপাশের ধোঁয়া শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। এটি পরোক্ষ ধূমপান নামে পরিচিত।

২০২৫ সালে পিয়ার-রিভিউ জার্নাল Respiratory Research-এ প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, বিশ্বজুড়ে প্রায় ৫০% শিশু পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে। বিশেষ করে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে এর ফলে মৃত্যুর হার প্রায় ৭% এবং এক বছরের কম বয়সী শিশুদের ঝুঁকি সবচেয়ে বেশি। দক্ষিণ এশিয়ায় এই হার ধীরগতিতে কমছে।

পরোক্ষ ধূমপানের কারণে শিশুরা শুধু মৃত্যুর ঝুঁকিতে থাকে না, বরং ফুসফুসের সমস্যা, হাঁপানি, কানের সংক্রমণ, বৃদ্ধি কমে যাওয়া এবং দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। আণবিক গবেষণা বলছে, ধোঁয়া শিশুদের ডিএনএ-তে পরিবর্তন ঘটাতে পারে, যা তাদের রোগপ্রতিরোধ ক্ষমতা কমায়।

বিশেষজ্ঞরা মনে করান, শিশুদের রক্ষা করতে অভ্যন্তরীণ সব জায়গা—বাসা, গাড়ি, অফিস—১০০% ধূমপানমুক্ত রাখতে হবে। উইন্ডো খোলা বা বায়ু চলাচল বাড়ানো যথেষ্ট নয়; ধূমপায়ীদের শিশু ও গর্ভবতী নারীর কাছ থেকে দূরে গিয়ে ধূমপান করতে হবে। জাতীয় স্বাস্থ্যনীতিতেও পরোক্ষ ধূমপান সংক্রান্ত নজরদারি ও স্বাস্থ্য পরীক্ষা অন্তর্ভুক্ত করা প্রয়োজন।

পরোক্ষ ধূমপান শিশুদের জন্য নীরব কিন্তু মারাত্মক হুমকি। শিশুদের সুরক্ষায় সরকার, পরিবার, স্কুল ও সমাজ—সবার দায়িত্ব একসাথে কাজ করা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top