শীতকালে ঠোঁটের যত্ন নেবেন যেভাবে
লাইফ স্টাইল ডেস্ক | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ১৫:০৪
শীতের মৌসুমে ঠোঁটের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। ঠাণ্ডা আবহাওয়া, কম আর্দ্রতা ও ধুলাবালির কারণে এ সময় ঠোঁট শুষ্ক ও রুক্ষ হয়ে পড়ে। অনেকের ঠোঁট ফেটে যায়, আবার কারও ক্ষেত্রে কালচে ভাব দেখা দেয়, যা সৌন্দর্যচর্চার পাশাপাশি ত্বকের জন্যও ক্ষতিকর।
শীতকালে ঠোঁটের সঠিক যত্ন নেওয়া কেবল সৌন্দর্যের বিষয় নয়, বরং ত্বক সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে এই সময় অনেকেই দ্বিধায় পড়েন—লিপগ্লস ব্যবহার করবেন, নাকি লিপবাম? এই প্রশ্নের উত্তর জানা থাকলে ঠোঁটের সঠিক যত্ন নেওয়া সহজ হয়।
লিপগ্লস মূলত ঠোঁটকে উজ্জ্বল ও আকর্ষণীয় দেখানোর জন্য ব্যবহৃত হয়। এটি লিপস্টিকের ওপর গ্লসি ফিনিশ এনে ঠোঁটকে চকচকে করে তোলে। তবে লিপগ্লস ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতে পারে না। বরং এতে থাকা কিছু রাসায়নিক উপাদান ঠোঁটের প্রাকৃতিক আর্দ্রতা ধরে রাখার ক্ষেত্রে তেমন কার্যকর নয়। ফলে শীতকালে শুধুমাত্র লিপগ্লস ব্যবহার করলে ঠোঁট আরও শুষ্ক হয়ে যেতে পারে।
শীতকালীন ঠোঁটের যত্নে লিপবাম সবচেয়ে কার্যকর। এটি ঠোঁটের ওপর একটি সুরক্ষাকবচ তৈরি করে, যা ভেতরের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। নিয়মিত লিপবাম ব্যবহার করলে ঠোঁট থাকে নরম, মসৃণ ও স্বাস্থ্যকর।
বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের লিপবাম পাওয়া যায়, যেগুলোতে শিয়া বাটার, ভিটামিন ই, প্রাকৃতিক তেলসহ নানা পুষ্টি উপাদান থাকে। এসব উপাদান ঠোঁটের শুষ্কতা দূর করার পাশাপাশি ফাটা ঠোঁট সারাতেও সহায়ক।
শীতকালে ঠোঁটের সুরক্ষায় লিপবামই সবচেয়ে ভালো সমাধান। সৌন্দর্যের জন্য চাইলে বিশেষ সময়ে লিপগ্লস ব্যবহার করা যেতে পারে, তবে নিয়মিত যত্নে লিপবামের বিকল্প নেই।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।