ময়মনসিংহে সব ধরনের সবজির দাম উর্দ্ধমুখী
ময়মনসিংহ থেকে | প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০২২, ০২:৫৮
সরকার নির্ধারিত ১৬৮ টাকা কেজি সয়াবিন তেল বিক্রির কথা থাকলেও দাম বাড়ার গুজবে তা বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। একই সঙ্গে সব ধরনের সবজির দাম বেড়েছে। রবিবার (২০ ফেব্রুয়ারি) ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী শম্ভুগঞ্জ বাজারে ঘুরে জানা গেছে এ তথ্য।
শম্ভুগঞ্জ মধ্যবাজারের পেঁয়াজ-রসুন বিক্রেতা মো. উজ্জাত মিয়া বলেন, গত সপ্তাহে ৩০ টাকা কেজি বিক্রি হলেও এ সপ্তাহে পেঁয়াজ ৪০-৪৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া রসুন ৫০, আদা ৬০, আলু ১৫-২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পেঁয়াজের দামবাড়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ভারতীয় পেঁয়াজের আমদানি নেই। তাই দাম বেশি।
একই বাজারের জনাব আলী স্টোরের বিক্রেতা নাজমুল বলেন, গত সপ্তাহে খোলা সয়াবিন তেল ১৭০ টাকা লিটার বিক্রি হলেও এ সপ্তাহে তা ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। পাম তেল ১৫৫, কোয়ালিটি ১৬৫, বোতলজাত সয়াবিন ১৭৫, খোলা আটা ৩৫, প্যাকেট ৪৫ টাকায় বিক্রি হচ্ছে।
তিনি আরও বলেন, দেশি মসুর ডাল ১১০, ফাডি মসুর ৮৫, ছোলা বুট ৭০, অ্যাংকর ৫০, বুটের ডাল ৮০, মাসকলাই ৮০, ভাঙ্গা মাসকলাই ১২০ ও মুগডাল ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সবজি বিক্রেতা রনি মিয়া বলেন, সব ধরনের সবজির দাম কেজিতে ১০-২০ টাকা বেড়েছে। এছাড়া মটরসুটি ৮০, গাজর ৩০, কাঁচা মরিচ ৫০, টমেটো ৪০, বাধাকপি ৩৫, ফুলকপি ৪০, বেগুন ৪০, শিম ৬০, করলা ৮০, চিচিঙ্গা ৭০, শসা ৬০, ঢেঁড়শ ১২০, বরবটি ১২০, মুলা ৪০, কাঁচা কলা ২৫, পেপে ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মুরগি বিক্রেতা মিজান মিয়া বলেন, ব্রয়লার মুরগি ১০ টাকা ও সোনালী মুরগি কেজিতে ২০ টাকা বেড়েছে।, এছাড়া ফার্মের মুরগির ডিমের হালি ৩৫, হাসের ডিম ৫৫ ও দেশি মুরগির ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
এনএফ৭১/এনজেএ/২০২২
বিষয়: ময়মনসিংহ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।