রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১

রামাল্লায় আল জাজিরার অফিসে ইসরায়েলি অভিযান, বন্ধের নির্দেশ

রায়হান রাজীব | প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৫:২১

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা শহরে আল জাজিরা টিভির ব্যুরো কার্যালয়ে অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এরপর কার্যালয়টি বন্ধের নির্দেশ দিয়েছে তারা। পরে কাতারভিত্তিক এই সংবাদমাধ্যমটির কর্মীদের অফিস থেকে জোরপূর্বক বের করে দেয় ইসরায়েলি বাহিনী। প্রাথমিকভাবে ইসরায়েলি সেনারা ৪৫ দিনের জন্য কার্যালয়টি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম আল জাজিরা। জানা যায়, ভোরে আল–জাজিরা টিভির লাইভ সম্প্রচার চলার সময় ইসরায়েলি সেনারা টেলিভিশনটির ভবনে প্রবেশ করেন। সেনারা আল–জাজিরার রামাল্লা কার্যালয়ের প্রধান ওয়ালিদ আল-ওমরিকে চ্যানেল বন্ধের সামরিক আদেশটি দেন। তিনি লাইভ সম্প্রচার চলাকালে আদেশটি পড়ে শোনান। এরপর চ্যানেলটির সম্প্রচার ব্যাহত হয়।

এ ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে প্যালেস্টানিয়ান জার্নালিস্টস সিন্ডিকেট। ওই বিবৃতিতে বলা হয়েছে, “সেনাবাহিনীর এ ধরনের স্বৈরাচারী সিদ্ধান্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের কাজের স্বাধীনতার লঙ্ঘন। ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে দখলদারদের দমনপীড়ন তুলে ধরছে এমন সাংবাদিকতার ক্ষেত্রে বাধা আসছে বলেও ইঙ্গিত দেওয়া হয় ওই বিবৃতিতে।”

এর আগে গত মে মাসে ইসরায়েলি কর্তৃপক্ষ জেরুজালেমে একটি হোটেলের কক্ষে অভিযান চালায়। ওই কক্ষটি আল–জাজিরার কার্যালয় হিসেবে ব্যবহার করা হতো। ইসরায়েলি সরকার আল–জাজিরা টিভির স্থানীয় কার্যালয় বন্ধের সিদ্ধান্ত নেওয়ার পর এ ঘটনা ঘটে। আল–জাজিরা টিভি ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এমন অভিযোগ তুলে ওই সিদ্ধান্ত নেওয়া হয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top