খুলছে শিল্পকারখানা, চলবে অভ্যন্তরীণ রুটের বিমান
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ আগষ্ট ২০২১, ২০:৫৮
শুক্রবার (৬ আগস্ট) থেকে শিল্পকারখানা খুলছে। সেই সাথে স্বাস্থ্যবিধি মেনে চলাচল শুরু হচ্ছে অভ্যন্তরীণ রুটের বিমানও।
চলমান বিধিনিষেধ আরও পাঁচদিন বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত করা হয়েছে। তবে শিল্পকারখানা ও অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলকে রাখা হয়েছে এই আওতার বাইরে। বৃহস্পতিবার (৫ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের পরিস্থিতি বিবেচনায় আরোপিত আগের বিধিনিষেধের ধারাবাহিকতায় নতুন দুটি শর্তে ৫ আগস্ট রাত ১২টা থেকে ১০ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত এই বিধিনিষেধ আরোপের সময়সীমা বর্ধিত করা হলো।
শিল্প-কলকারখানা বিধিনিষেধের আওতাবহির্ভূত থাকবে এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল করবে। ১ আগস্ট থেকে রফতানিমুখী শিল্পকারখানা খুলে দিয়েছে সরকার। বন্ধ থাকবে দোকানপাট ও শপিংমল। জরুরি প্রয়োজন ছাড়া মানুষের বাইরে বের হওয়াও নিষেধ।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: শিল্পকারখানা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।