গণটিকা কার্যক্রমে মানুষের ভিড়, কার্ড নিয়ে ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ আগষ্ট ২০২১, ২০:১০

গণটিকা কার্যক্রমে মানুষের ভিড়, কার্ড নিয়ে ভোগান্তি

করোনাভাইরাস প্রতিরোধে দেশব্যাপী চলমান গণটিকা কার্যক্রমের দ্বিতীয় দিনেও টিকা নিতে সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভিড় জমিয়েছে মানুষ। তবে টিকার সংখ্যা সীমিত হওয়ায় অনেকেই পাচ্ছেন না টিকা কার্ড।

টিকা কার্যক্রম শুরু হওয়ার কথা সকাল ৯টায়। কিন্তু সকাল ৭টা থেকেই লোকজন আসতে শুরু করে। কিন্তু সকাল সাড়ে ৯টায়ও এই কেন্দ্রে টিকা কার্যক্রম শুরু করতে পারেননি কর্মীরা। পুরুষ ও নারীরা দুটি আলাদা লাইনে দাঁড়িয়ে ছিলেন। নারীদের সংখ্যাই ছিল বেশি। তবে সবারই যে দীর্ঘ সময় অপেক্ষা করেও ফিরে যেতে হচ্ছে টিকা না দিয়েই।

অপরদিকে রয়েছে কার্ড নিয়ে বিভিন্ন বিভ্রান্তি। শাহাদাত হোসেনও কিছুটা ক্ষুব্ধ, তিনি বলেন, ‘খবরে কইতাছে, আইডি কার্ড নিয়া আইলেই টিকা নেওন যাইব। এখানে আবার উল্টা নিয়ম। আগে কার্ড নিতে অইব। আমার লগে তো খাতির নাই আমারে কি কার্ড দিব?’

দুই ঘণ্টা অপেক্ষা করে তিনি সকাল সাড়ে ৯টার দিকে চলে যাচ্ছিলেন বৃদ্ধ করিমন বেওয়া। তিনি বলেন, ‘বাবা আমি তো জানি না। খালি ভোটার কার্ড নিয়া আইছি। হ্যারা এখন কও আরও কার্ড লাগব। হেই কার্ড ছাড়া টিকা দিব না। টিকা না দিলে বইয়া থাইক্যা কি করমু।’

এই টিকাকেন্দ্রের সুপারভাইজার আল-আমিন আরিফ বলেন, 'আমরা এখানে প্রতিদিন ২৫০টি টিকা দিয়ে থাকি। মোট ছয়দিন এই কার্যক্রম চলবে। যারা কার্ড নিয়ে আসবেন তাদের মধ্য থেকে আড়াইশজনকে আমরা টিকা দেব। টিকা কার্ড আমরা কাউন্সিলরকে দিয়ে দিই, তিনিই সেগুলো বিতরণ করেন।'

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top