দেশে করোনা পরিস্থিতি
বুধবার শর্তসাপেক্ষে সব খুলছে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ আগষ্ট ২০২১, ০৩:১৯
আগামী বুধবার (১১ আগস্ট) থেকে শর্তসাপেক্ষে দেশের অফিস ও গণ-পরিবহনসহ সবকিছু খুলে দেওয়া হচ্ছে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ রোববার (৮ আগস্ট) এক আদেশ জারি করেছে।
এতে বলা হয়, গত ৩ আগস্ট অনুষ্ঠিত করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত আন্ত:মন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী দেশের আর্থ সামাজিক অবস্থা, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে সব ক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যবিধি যথাযথভাবে করতে হবে। স্বাস্থ্যবিধি প্রতিপালনে অবহেলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, করোনা ভাইরাস সংক্রমণের নিয়ন্ত্রণে এ বছরের ৫ এপ্রিল থেকে ধাপে ধাপে বিধিনিষেধ চলছে। ঈদের পর ২৩ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ শুরু হয়।
এনএফ৭১/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।