শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

মারা গেলেন মুক্তিযোদ্ধা হায়দার আনোয়ার খান জুনো

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২০, ১৯:৩৬

নিজস্ব প্রতিবেদক:

না ফেরার দেশে চলে গেলেন কমিউনিস্ট নেতা, বীর মুক্তিযোদ্ধা হায়দার আনোয়ার খান জুনো।

রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বীর মুক্তিযোদ্ধা।মুক্তিযোদ্ধা জুনোর মেয়ে অনন্যা লাবণী এ তথ্য নিশ্চিত করেন।

নিউমোনিয়ার মধ্যে হার্ট অ্যাটাক হওয়ায় গত ১৫ সেপ্টেম্বর রাতে ৭৬ বছর বয়সী জুনোকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে ২৪ সেপ্টেম্বর নেওয়া হয় লাইফ সাপোর্টে।

সেখানে অবস্থার অবনতি হতে থাকলে ২২ অক্টোবর তাকে স্কয়ার হাসপাতাল থেকে তাকে ধানমণ্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মেয়ে আরোও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৬ অক্টোবর সন্ধ্যায় যোগাযোগ করে হায়দার আনোয়ার খান জুনোর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছিলেন।

শুক্রবার(৩০ অক্টোবর) বাদ জোহর জানাজা শেষে জুনোকে বনানী কবরস্থানে তার বাবা-মায়ের কবরে পাশে সমাহিত করা হবে।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top