মডার্নার দ্বিতীয় ডোজ শুরু
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ আগষ্ট ২০২১, ১৯:৪১
বৃহস্পতিবার (১২ আগস্ট) থেকে করোনার টিকাদান কর্মসূচিতে শুরু হচ্ছে মডার্নার দ্বিতীয় ডোজ। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ্য হচ্ছে প্রথম ডোজ এর টিকাদান।
মঙ্গলবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে, ১২ আগস্টের পর সারা দেশে মডার্নার টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ এবং আরম্ভ হবে দ্বিতীয় ডোজ। তবে, যেসব জায়গায় টিকার প্রথম ডোজ উদ্বৃত্ত রয়েছে, সেসব জায়গায় দ্রুত প্রথম ডোজ দেওয়ার কাজ সম্পন্ন করে শুরু করতে হবে দ্বিতীয় ডোজ দেওয়া।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্র বলছে, আগামী ১৪ আগস্ট থেকে সারাদেশে চীনের তৈরি সিনোফার্মের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া আরম্ভ হবে। এ লক্ষ্যে সারাদেশের টিকা কেন্দ্রগুলোতে চাহিদা অনুযায়ী টিকার দ্বিতীয় ডোজ শিগগিরই পাঠানো হবে।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।