শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

গণটিকা কার্যক্রম বন্ধ হয়ে গেছে - স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ আগষ্ট ২০২১, ২২:৫১

গণটিকা কার্যক্রম বন্ধ হয়ে গেছে - স্বাস্থ্যমন্ত্রী

'গণটিকা কার্যক্রম বন্ধ হয়ে গেছে। সবাইকে রেজিস্ট্রেশনের মাধ্যমেই নিতে হবে টিকা' - সোমবার (২৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।

মন্ত্রী জানান, করোনাভাইরাসের টিকার আওতায় যাতে বেশিরভাগ মানুষকে আনা যায় সেই লক্ষ‌্যে ৭ থেকে ১২ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে গণটিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এই কার্যক্রমে বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা তৈরি হলেও, ছয় দিনের এই কার্যক্রমে ৩২ লাখ মানুষকে গণটিকার লক্ষ্যমাত্রায় টিকা দেওয়া হয়েছে ৩০ লাখ মানুষকে।

তিনি আরো বলেন, ‘করোনা সংক্রমণ কমে আসছে। মৃত্যুও কমছে। এখন শহরে টিকাদান কার্যক্রম বেশি চলছে। সেপ্টেম্বরের মধ্যে পাওয়া যাবে ফাইজারের ৬০ লাখ ভ্যাকসিন। চীন থেকে পাওয়া যাবে আরও ১০ লাখ। বিশ্ব স্বাস্থ‌্য সংস্থার মাধ্যমে কিনতে হবে সাড়ে ১০ কোটি সিনোফার্মার ভ‌্যাকসিন। আশা করা হচ্ছে, জানুয়ারি মাসের মধ্যে ৭ থেকে ৮ কোটি মানুষকে টিকা দেওয়া হবে।’

এনএফ৭১/এনজেএ/২০২১

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top