চীনা টিকার অনুমোদন দিল সৌদি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ আগষ্ট ২০২১, ১৯:৪৯
চীনা টিকা নিয়ে সৌদি আরবে প্রবেশে আর কোনো বাধা নেই। বুধবার (২৫ আগস্ট) ধর্ম মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার (২৪ আগস্ট) সৌদির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিনোফার্ম ও সিনোভ্যাকের করোনা টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে। এর আগে দেশটি শুধু অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক, জনসন অ্যান্ড জনসন ও মডার্নার করোনা টিকার অনুমোদন দিয়েছিল।
জানা গেছে, সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় সিনোফার্ম বা সিনোভ্যাকের টিকা গ্রহণকারীদের দেশটিতে প্রবেশের অনুমোদন দিয়েছে। তবে এজন্য তাদের সৌদিতে অনুমোদিত একটি টিকার বুস্টার ডোজ নিতে হবে।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।