দেশে করোনা পরিস্থিতি
করোনায় দেশে আরও ৪৮ মৃত্যু, শনাক্ত ১৩২৭
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২১, ০১:৪০
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৬ হাজার ৮৮০ জনের।
শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে আর ১ হাজার ৩২৭ জনের দেশে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। ফলে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ২৮ হাজার ৫৪২ জনে।
বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৮ হাজার ৬৮৩ জনের। পরীক্ষা করা হয় ১৮ হাজার ৮৬৯টি নমুনা। এখন পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৯২ লাখ ২১ হাজার ৬৫৯টি।
গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৮ জনের মধ্যে নারী ২৬ জন এবং পুরুষ ২২ জন। এদের মধ্যে ঢাকা বিভাগের ২২, চট্টগ্রাম ১২, রাজশাহীতে ৪, খুলনায় ২, বরিশালে ১, সিলেটে ২, রংপুরে ৪ ও ময়মনসিংহে ১ জন মারা গেছেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ১৬৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ লাখ ৭৫ হাজার ২৩৫ জন।
নতুন নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৭ দশমিক ০৩ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৫৮ শতাংশ।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
এনএফ৭১/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।