ভাইভায় বসছেন ৪০তম বিসিএস পরীক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৮:২২
করোনাভাইরাসের কারণে স্থগিত থাকা ৪০তম বিসিএসের ভাইভা পরীক্ষা আজ থেকে শুরু। পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী রোববার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হবে বলে নিশ্চিত করেছেন পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমেদ।
করোনার সংক্রমণ পরিস্থিতি কিছুটা শিথিল হওয়ায় ১ সেপ্টেম্বর পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) থেকে নতুন করে ঘোষণা করা হয় পরীক্ষার সময়। ঘোষিত সময়সূচি অনুযায়ী, রবিবার শুরু হওয়া এ ভাইভা পরীক্ষা চলবে ১১ অক্টোবর পর্যন্ত।
নূর আহমেদ জানিয়েছন, এ সময়ে সাধারণ ক্যাডারের মৌখিক পরীক্ষায় অংশ নেবেন দুই হাজার ৪৬৭ জন প্রার্থী। এদিকে, ১৬ ফেব্রুয়ারি এ বিসিএসের ভাইভা পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে তা পিছিয়ে যায়।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: বিসিএস
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।