রিং আইডির পরিচালক সাইফুল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ অক্টোবর ২০২১, ২২:৩৬

রিং আইডির পরিচালক সাইফুল গ্রেপ্তার

বেসরকারি ই-কমার্স প্রতিষ্ঠান রিং আইডির পরিচালক সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শনিবার (২ অক্টোবর) সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেন।

সিআইডির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শুক্রবার (১ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করা হয় তাকে। এর আগে (৩০ সেপ্টেম্বর) ভাটারা থানায় সাইফুলসহ ১৫ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা হয় একটি মামলা। মামলায় ১০ জনের নাম উল্লেখ করাসহ আসামি করা হয়েছে অজ্ঞাত আরও ১০/১৫ জনকে।

মামলায় অভিযোগ করা হয়, প্রতিষ্ঠানটি গেল মে মাসে ২৩ কোটি ৯৪ লাখ টাকা, জুন মাসে ১০৯ কোটি ১৩ লাখ, জুলাই মাসে ৭৯ কোটি ৩৮ লাখ টাকা অবৈধভাবে বিভিন্ন জনের কাছ থেকে হাতিয়ে নেয়। এই টাকা যাতে বিদেশ পাচার হতে না পারে সেজন্য সংস্থাটির পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকে তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। গ্রেপ্তার আসামিকে রিমান্ডে নিয়ে মামলায় আসামিরা কিভাবে জড়িত রয়েছে, বিপুল পরিমাণ অর্থ কিভাবে সংরক্ষণ করেছে, এসব বিস্তারিত জানতে জিজ্ঞাসাবাদ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সিআইডির বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদকে মামলার তদারকি কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।


এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top