চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৬.৪ শতাংশ
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৭ অক্টোবর ২০২১, ২৩:৪১
২০২১-২২ অর্থবছর শেষে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি হবে ৬.৪ শতাংশ হতে পারে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিশ্বব্যাংকের 'সাউথ এশিয়ান ইকোনমিক ফোকাস'- এর সর্বশেষ প্রতিবেদনে এই পূর্বাভাস দেয় সংস্থাটি। শিফটিং গিয়ার্স : ডিজিটাইজেশন অ্যান্ড সার্ভিস লেড ডেভেলপমেন্ট শীর্ষক ষান্মাসিক প্রতিবেদনে এ ভবিষ্যদ্বাণী করা হয়।
প্রতিবেদনে আরো বলা হয়, বাংলাদেশের অর্থনীতি ২০২০-২১ অর্থবছরের দ্বিতীয়ার্ধ থেকেই ঘুরে দাঁড়াচ্ছে। তবে বিষয়টি করোনার টিকা দেয়ার গতির ওপর নির্ভর করছে। চলতি অর্থবছরে ভারতের প্রবৃদ্ধি হতে পারে ৮ দশমিক ৩ শতাংশ, মালদ্বীপের প্রবৃদ্ধি হতে পারে ২২ দশমিক ৩ শতাংশ, শ্রীলঙ্কার প্রবৃদ্ধি হতে পারে ৩ দশমিক ৩ শতাংশ।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।