ভারত থেকে এসেছে সেরামের আরও ১০ লাখ টিকা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ অক্টোবর ২০২১, ১৯:৩২
ভারত থেকে সেরাম ইনস্টিটিউটের ১০ লাখ ডোজ কোভিশিল্ড টিকা ঢাকায় এসে পৌঁছেছে। শনিবার(৯ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকাগুলো অবতরণ করে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক।
ভারত থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার মোট টিকা এসেছে এক কোটি তিন লাখ। এরমধ্যে ভারতের উপহারের টিকা ছিল ৩৩ লাখ। আর ভারত থেকে কেনা টিকা এসেছে ৭০ লাখ। চলতি বছর ২৫ জানুয়ারি ভারত থেকে কেনা ৫০ লাখ টিকার প্রথম চালান আসে। তার এক মাস পর ভারত থেকে কেনা টিকার দ্বিতীয় চালান আসে। এরপর ভারতের করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এপ্রিল থেকে টিকা রপ্তানী বন্ধ করে দিয়েছিল সেরাম।
পরবর্তীতে করোনা পরিস্থিতি উন্নতি হলে অক্টোবর থেকে টিকা আবার রপ্তানি করার কথা জানায় ভারত সরকার।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।