একদিনে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ২১১, মৃত্যু ৩ জন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ অক্টোবর ২০২১, ০২:৪৪
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ২১১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। তাদের ১৬৪ জনই রাজধানীর বাসিন্দা। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭ জন।
১০ অক্টোবর (রবিবার) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, ২৪ ঘন্টায় আক্রান্ত ২১১ জনের মধ্যে ঢাকাতেই ভর্তি ১৬৪ জন ও ঢাকার বাহিরে ভর্তি ৪৭ জন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৯৬৭ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭৯৫ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ১৭২ জন রোগী ভর্তি রয়েছেন।
ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছর বিভিন্ন সময়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগির সর্বমোট ২০ হাজার ১২৯ জন। এ পর্যন্ত ডেঙ্গুতে ৭৬ জন মারা গেছেন
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: ডেঙ্গু আক্রান্ত ডেঙ্গু রোগী
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।