নতুন ভাড়ার চার্ট পাওয়া যাবে মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২১, ২১:৫৮

নতুন ভাড়ার চার্ট পাওয়া যাবে মঙ্গলবার

সরকার বাসের ভাড়া বাড়ানোর পর সারাদেশের বাস ও টার্মিনালের কাউন্টারগুলোতে মঙ্গলবার (৯ নভেম্বর) নতুন ভাড়ার চার্ট দেওয়া হবে।

ভাড়ার তালিকা পাঠাতে দেরির কারণ হিসেবে বিআরটিএ’র চেয়ারম্যান নূর আহমেদ মজুমদার জানিয়েছেন, রবিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় বৈঠকে বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের পর রাতে প্রজ্ঞাপন জারি হয়েছে। সেজন্য ভাড়ার চার্ট তৈরি করতে সময় লেগেছে। নতুন ভাড়ার যে চার্ট চূড়ান্ত করা হয়েছে এর চেয়ে বেশি ভাড়া নেওয়া হলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

নতুন সমন্বিত ভাড়া অনুযায়ী, দূরপাল্লার বর্তমান বাসভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৪২ পয়সা, তা বাড়িয়ে ১ টাকা ৮০ পয়সা করা হয়েছে। অর্থাৎ এতে কিলোমিটারপ্রতি যাত্রীকে বাড়তি ৩৮ পয়সা গুনতে হবে। তাতে দেখা যাচ্ছে, দূরপাল্লার একজন যাত্রীকে প্রতি পাঁচ কিলোমিটারে ১ টাকা ৯০ পয়সা বেশি ভাড়া দিতে হবে।

এছাড়া মহানগরে মিনিবাসের বর্তমান ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৬০ পয়সা। এটি বাড়িয়ে ২ টাকা ৫ পয়সা করা হয়েছে। এতে ভাড়া বাড়ে কিলোমিটারপ্রতি ৪৫ পয়সা। ফলে মহানগর এলাকায় চলাচলকারী মিনিবাসের ভাড়া পাঁচ কিলোমিটারে ২ টাকা ২৫ পয়সা বাড়লো।

এনএফ৭১/এমএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top