বৃহঃস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১

করোনার ট্যাবলেট ‘মলনুপিরাভির’ উৎপাদনের অনুমোদন পেল বেক্সিমকো

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ নভেম্বর ২০২১, ০৩:১৫

করোনার ট্যাবলেট ‘মলনুপিরাভির’ উৎপাদনের অনুমোদন পেল বেক্সিমকো

করোনা রোগীদের চিকিৎসার জন্য মুখে খাওয়ার বড়ি ‘মলনুপিরাভির’ উৎপাদনের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর। সোমবার (৮ নভেম্বর) প্রথম প্রতিষ্ঠান হিসেবে অনুমোদন পায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।

মঙ্গলবার (৯ নভেম্বর) অনুমোদন পাওয়ার কথা রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের। এছাড়া ইনসেপটা, এসকে অ্যান্ড এফ এবং জেনারেলসহ আরও বেশ কয়েকটি ফার্মাসিউটিক্যালস কোম্পানি অনুমোদন লাভের পাইপ লাইনে রয়েছে। মঙ্গলবার ওষুধ প্রশাসন অধিদপ্তরের মুখপাত্র ও উপ-পরিচালক মো. আইয়ুব হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, মার্কিন ওষুধ কোম্পানি মার্ক, শার্প অ্যান্ড ডোহম (এমএসডি) এবং রিজব্যাক বায়োথেরাপটিকসের ‘মলনুপিরাভির’ করোনা চিকিৎসায় প্রথম অ্যান্টিভাইরাল ট্যাবলেটের অনুমোদন দেয়। যা ইনজেকশনের মাধ্যমে পুশ না করে ওষুধ হিসেবে খাওয়া যাবে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top