বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২১, ০১:২১

বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকী আজ

বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর এর ৫০তম শাহাদাত বার্ষিকী আজ। তিনি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামে ১৯৪৯ সালের ৭ মার্চ জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মৌলভী আব্দুল মোতালেব হাওলাদার ও মাতা মোসাম্মত সাফিয়া বেগম।

দেশ শত্রুমুক্ত হওয়ার দুদিন আগে ১৪ ডিসেম্বর ৭ নং সেক্টরের অধীন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রেহাইচরে শত্রুদের ছোড়া বুলেট জাহাঙ্গীরের কপালে বিদ্ধ হয়। ঘটনাস্থলেই শহীদ হন তিনি।

সোনা মসজিদের পাশে দাফন করা হয় তাকে। এই বীরশ্রেষ্ঠকে স্মরণে রাখতে চাঁপাইনবাবগঞ্জে দুটি কলেজ ও মহানন্দা নদীর ওপর নির্মিত সেতুর নাম তারই নামে নামকরণ করা হয়। এছাড়াও তার শাহাদাত বরণস্থলে চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের চত্বরে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়।

তার শাহাদাত বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ রেহাইচরের সড়ক ভবন চত্বরে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের শাহাদাত বরণ স্থলে স্মৃতিস্তম্ভে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টায় জাতীয় পতাকা উত্তোলন ও পুস্পস্তবক অর্পণ করা হয়েছে। সকাল সাড়ে ১০ টায় সোনামসজিদ তার ও মেজর নাজমুল হক এর সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন এবং গণকবরে পুষ্পস্তবক অর্পণের পর দোয়া মাহফিল কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top