ওবায়দুল কাদের ভালো আছেন: অধ্যাপক শারফুদ্দিন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২১, ০৫:৫৮

ওবায়দুল কাদের ভালো আছেন: অধ্যাপক শারফুদ্দিন

ওবায়দুল কাদের এখন ভালো আছেন বলে জানিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক‌্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদ। শ্বাসকষ্ট যেটা কয়েকদিন ধরে ছিল সেটা এখন আর নেই। অক্সিজেন স্যাচুরেশন এখন ৯০ এর উপরে। সবকিছু ভালো আছে, পায়ে কিছুটা পানি জমেছিল সেটা এখন কমে যাচ্ছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে বুকে ব্যথা নিয়ে বিএসএমএমইউতে আসেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে অবশ্য তার ব্যথা কমে গেছে।

শারীরিক অবস্থা জানতে চাইলে উপাচার্য শারফুদ্দিন আহমেদ বলেন, রুটিন চেকাপের জন্য সকাল ১০টার দিকে তিনি (ওবায়দুল কাদের) এসেছিলেন। আমরা বলেছি, আপনি এখানে ভর্তি থাকেন রেস্ট নেন; তাহলে আপনার জন্য ভালো হবে।

তিনি বলেন, চিকিৎসকেরা ওবায়দুল কাদেরকে বিশ্রামে থাকতে বলেছেন। তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন।

আওয়ামী লীগের পক্ষ থেকে ওবায়দুল কাদেরের সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করা হচ্ছে। এ ছাড়া হাসপাতালে গিয়ে দলীয় নেতাকর্মীদের অহেতুক ভিড় না করার জন্য অনুরোধ জানানো হয়েছে দলটির পক্ষ থেকে। একই সাথে বঙ্গবন্ধু মেডিক‌্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব ধরনের দর্শনার্থীদের হাসপাতালে না যাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top