রমনা কালী মন্দিরের ভবন উদ্বোধন করলেন রামনাথ কোবিন্দ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২১, ০১:০৮
বাংলাদেশ সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে ঢাকার রমনা কালী মন্দিরের সংস্কার হওয়া অংশের উদ্বোধন করেঝছেন। সকাল সাড়ে ১০টার দিকে স্ত্রী ও কন্যাসহ মন্দিরে আসেন ভারতীয় রাষ্ট্রপতি। মন্দিরে তাদের অভ্যর্থনা জানান, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
রামনাথ কোবিন্দ ১৫ মিনিট সময় অবস্থানকালের মন্দিরের অংশটি উদ্বোধন করার পাশাপাশি পূজায় অংশ নেন। রমনা কালী মন্দির কমিটির সভাপতি উৎপল সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২৭ মার্চের গণহত্যার সময় রমনা মন্দিরটি ধ্বংস করে দিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী। সেই অংশটি ভারত সরকারের সাত কোটি টাকা অনুদানে সংস্কার করা হয়েছে। ভক্তনিবাস ও মূল মন্দিরও পুনঃনির্মাণ করা হয়েছে।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: রমনা কালী মন্দির
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।