বাংলাদেশের জন্য ১১শ’ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সুইজারল্যান্ড
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২১, ০৫:০০
২০২২ থেকে ২০২৫ পর্যন্ত বাংলাদেশের জন্য ১১শ’ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সুইজারল্যান্ড। বুধবার (২২ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে উন্নয়ন সহযোগিতা কর্মসূচিতে ঘোষণা আসে এ সহায়তার।
অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের হাতে নতুন এই কর্মসূচির দলিল তুলে দেন সফররত সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশনের (এসডিসি) মহাপরিচালক প্যাট্রিসিয়া ড্যানজি। জানা গেছে, বাংলাদেশের স্থিতিশীল ‘এলডিসি গ্র্যাজুয়েশনে’ সহযোগিতা করা; সমৃদ্ধ, ন্যায়সঙ্গত ও সহনশীল একটি সমাজ গঠনে উৎসাহিত করা এবং শান্তিপূর্ণ সামাজিক সহাবস্থানে ভূমিকা রাখাই হলো সুইস উন্নয়ন সহযোগিতা কর্মসূচির সামগ্রিক লক্ষ্য।
সুইস দূতাবাস জানিয়েছে, সুইজারল্যান্ডের বৈদেশিক নীতির অগ্রাধিকার এবং দেশটির আন্তর্জাতিক সহযোগিতা কৌশলের আঙ্গিকে নতুন এই সহযোগিতা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। একইসঙ্গে বৈশ্বিক এজেন্ডা ২০৩০ এবং অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনাসহ বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে এটি সঙ্গতিপূর্ণ।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: সুইজারল্যান্ড বাংলাদেশ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।