রাষ্ট্রপতির সংলাপে অংশ নেবে না বাসদ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২১, ০৪:০৬

রাষ্ট্রপতির সংলাপে অংশ নেবে না বাসদ

নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য রাষ্ট্রপতির ডাকা চলমান সংলাপে অংশ নেবে না বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপে অংশগ্রহণে অপারগতা প্রকাশ করে রাষ্ট্রপতির দফতর বঙ্গভবনে পত্র দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমরা এর আগে দুই বার সংলাপে অংশ নিয়েছি। তখন দলের পক্ষ থেকে যে প্রস্তাবনাগুলো দিয়েছিলাম, সেগুলো এখনও প্রাসঙ্গিক। আগের সেই প্রস্তাবনাগুলোই এখনও বাস্তবায়ন হয়নি। ফলে, এখন আবার সংলাপে গিয়ে কী লাভ? দলের সংলাপে অংশগ্রহণের অপারগতার কথা শুক্রবার মেইলে পাঠিয়েছি বলে জানান তিনি। বিকেলে অথবা শনিবার (২৫ ডিসেম্বর) এটির হার্ড কপি সরাসরি রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top