স্বাগত ২০২২: কল্যাণ ও সমৃদ্ধির আশায় শুভসূচনা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ জানুয়ারী ২০২২, ০০:১১

স্বাগত ২০২২: কল্যাণ ও সমৃদ্ধির আশায় শুভসূচনা

বিদায়ী বছরের ব্যর্থতাকে সরিয়ে রেখে নতুন বছরে নতুনভাবে শুরু হলো পথচলা। পুরনো বছরের সংশয়, সঙ্কট, উদ্বেগ কাটিয়ে উঠে নতুন ভাবনা নতুন আশায় শুরু হলো নতুন করে দিনযাপনের। স্বাগত ২০২২।

শুক্রবারের (৩১ ডিসেম্বর) সূর্যাস্তের সাথে সমাপ্তি হলো আরেকটি খ্রিস্টীয় বছরেরও। আর ভোরের সূর্য পৃথিবীর বুকে নিয়ে এসেছে নতুন বছরের প্রথম সকাল। স্বাধীনতার ৫০ বছর পূর্ণ করে বাংলাদেশ পা ফেলল ৫১ বর্ষে। এছাড়া ২০২০ সালের মতো সদ্য বিদায়ী বছরটিতেও করোনার প্রভাব ছিল। তবে তার ধাক্কা অনেকটাই কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে বাংলাদেশ। এর বাইরে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ২০২১ ছিল বেশ ঘটনাবহুল একটি বছর। নানা ক্ষেত্রে অনেক এসেছে চ্যালেঞ্জ, ঘটেছে উত্থান-পতনের ঘটনা।

বছরের শেষ দিনটিতে এসে ভালো-মন্দ আর আনন্দ-বেদনার স্মৃতিগুলো আরও একবার রোমন্থন করবেন সবাই। একইভাবে জীবনের সব ধরনের নেতিবাচক বিষয়গুলোকে দূরে ঠেলে সুন্দর আগামীর প্রত্যাশায় নতুন করে পথচলার প্রত্যয় ব্যক্ত করবেন অনেকেই। তাই জরা-জীর্ণতা ভুলে নতুন বছরে, নতুন করে আশায় বুক বেঁধেছে বাংলাদেশ। নতুন স্বপ্ন দেখে শান্তি, স্বস্তি, কল্যাণ ও সমৃদ্ধির আশায় সকলে শুরু করছে নতুন বছরের প্রথম দিন।

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top