প্রধানমন্ত্রীর কাছে পুলিশের একগুচ্ছ দাবি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ জানুয়ারী ২০২২, ০০:০০
এ বছরের (২০২২ সাল) পুলিশ সপ্তাহ অনুষ্ঠিত হবে ১৬ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানা গেছে, এই পুলিশ সপ্তাহে প্রধানমন্ত্রীর কাছে বাহিনীর সদস্যরা তুলে ধরবেন তাদের দাবি-দাওয়া। সেগুলোর মধ্যে রয়েছে- পুলিশের বাধ্যতামূলক ছুটি, ঝুঁকিভাতা, আসামি বহনের ভাতা বাড়ানো, ওভারটাইম চালুসহ এক গুচ্ছ দাবি। পুলিশ সপ্তাহের প্রথম দিন বাহিনীর সদস্যদের সঙ্গে কল্যাণ সভায় প্রধানমন্ত্রী অংশ নেবেন। সেখানে তুলে ধরা হবে এসব দাবি-দাওয়া। গেলবারের পুলিশ সপ্তাহে উপস্থাপিত যে দাবি পূরণ হয়নি, তাও এবার উপস্থাপিত হবে নতুনভাবে।
‘পুলিশ সপ্তাহ-২০২২’ উদযাপনের বিষয়ে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান বলেন, পুলিশ সপ্তাহের সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রস্তুত করা হচ্ছে রাজারবাগ পুলিশ লাইনস মাঠ। পুলিশের সব ইউনিট নিয়ে প্যারেড হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন।
এনএফ৭১/এনজেএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।