শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

দেশের অর্থনীতির চাকা এগিয়ে রেখেছে সরকার: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২২ নভেম্বর ২০২০, ১৭:৩৬

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

সরকার সারাদেশের সড়ক যোগাযোগে ব্যাপক নেটওয়ার্ক তৈরি করেছে বলেই অর্থনীতির চাকা সচল রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২২ নভেম্বর) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মাগুরা, যশোর ও নারায়ণগঞ্জে তিনটি সেতু উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্য সচেতনতার মাধ্যমে করোনা ভাইরাস মোকাবেলা করে নিজেকে সুরক্ষিত রাখার পাশাপাশি অন্যের সুরক্ষাও নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, অচেনা ভাইরাস করোনার ধাক্কা বেশ সফলভাবেই সামাল দিয়েছে তার সরকার। এই ভাইরাসের আসন্ন নতুন আশঙ্কা মোকাবেলায় সরকারের প্রস্তুতি রয়েছে বলে জানিয়ে সবাইকে স্বাস্থ্য সচেতন থাকার আহ্বান জানান।

পদ্মা সেতু বাস্তবায়ন হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে বলেও জানান সরকার প্রধান।

মাগুরা, নারায়ণগঞ্জ এবং যশোরের গ্রামীণ সড়কে নির্মিত তিনটি সেতু স্থানীয় পর্যায়ে জনগোষ্ঠীর আর্থ-সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখবে জানিয়ে শেখ হাসিনা বলেন, এই সড়কে নেটওয়ার্ক দারিদ্র্য বিমোচনেও কাজে আসবে।

এ সময় পাবনা অঞ্চলের প্রবীণ আওয়ামী লীগ নেতাদের বিভিন্ন অবদানের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধা রফিকুল ইসলাম বকুলের অবদান এবং দলের দুঃসময়ে সহযোগিতা এখনো তার স্মৃতিতে অম্লান হয়ে আছে।

এনএফ৭১/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top