এমপি একরামুল করিম করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২২, ০৫:৫০

এমপি একরামুল করিম করোনায় আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য (এমপি) একরামুল করিম চৌধুরী। বুস্টার ডোজ নিয়েও করোনায় আক্রান্ত হয়েছেন তিনি।

শনিবার (২২ জানুয়ারি) দুপুরে একরামুল করিম চৌধুরীর ছেলে সাবাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শুক্রবার (২১ জানুয়ারি) বিকেলে বাবার শারীরিক দুর্বলতা দেখা দেয়। তিনি খাবার খেতে পারছিলেন না এবং কিছু খেলে বমি করছিলেন। পরে রাতে নিজে থেকেই করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেন বাবা। শনিবার (২২ জানুয়ারি) সকালে জানতে পারলাম তিনি করোনা পজিটিভ হয়েছেন।

সাবাব চৌধুরী বলেন, বাবার শারীরিক অবস্থা খুব একটা ভালো না। বর্তমানে তিনি ধানমন্ডির বাসায় কোয়ারেন্টাইনে আছেন। শারীরিক অবস্থা অনুযায়ী ডাক্তারের পরামর্শ মতে তাকে হাসপাতালে ভর্তি করা হবে। আমার বাবার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাই।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top