বিমানবন্দরে সোনার বারসহ জুয়েলার্সের হিসাবরক্ষক আটক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০২২, ০৫:১২

বিমানবন্দরে সোনার বারসহ জুয়েলার্সের হিসাবরক্ষক আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক ব্যক্তির কাছ থেকে ১১টি সোনার বার ও ৫০০ গ্রামের স্বর্ণালংকার আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বিমানবন্দরে সন্দেহজনক এক ব্যক্তিকে তল্লাশি করে এগুলো পাওয়া যায়। ওই ব্যক্তি বিমানযাত্রী ছিলেন না। তার নাম নুরুন্নবী (৩০)।

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এপিবিএন সূত্র জানায়, ওই ব্যক্তির চলাচল সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার কাছে সোনার বার ও অলংকার পাওয়া যায়। নুরুন্নবী যাত্রী ছিলেন না। তিনি বিমানবন্দরে স্বর্ণ সংগ্রহ করতে এসেছিলেন। তিনি নিজেকে ঢাকার আল ফয়েজ জুয়েলার্সের হিসাবরক্ষক বলে দাবি করেছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top