রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১

অচিরেই তিস্তা সংকটের সমাধান: দীপু মনি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ মার্চ ২০২২, ০০:১৫

অচিরেই তিস্তা সংকটের সমাধান: দীপু মনি

বহুল আলোচিত ও প্রত্যাশিত তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি তথা তিস্তা সংকটের অচিরেই সমাধান হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (৪ মার্চ) ভারতের পশ্চিমবঙ্গে বইমেলায় নিজের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

দীপু মনি বলেন, যে কোনো নদী শুরু থেকে শেষ পর্যন্ত যত জনপদ দিয়ে প্রবাহিত হয়, সব জনপদের মানুষের সেই নদীর পানির ওপর অধিকার থাকে। ভারত-বাংলাদেশের যে সুসম্পর্ক তাতে তিস্তার চলমান সংকট অচিরেই সমাধান হবে।

তিস্তা বিষয়ে শিক্ষামন্ত্রী আরও বলেন, আমি বিশ্বাস করি ভারত-বাংলাদেশের যে মৈত্রীর সুসম্পর্ক, তাতে তিস্তার এ সমস্যা অচিরেই সমাধান হবে।

এনএফ৭১/এমএ/২০২২

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top