শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

নিত্যপণ্যে ভ্যাট কমাতে এনবিআরকে নির্দেশ মন্ত্রিসভার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ মার্চ ২০২২, ০১:৫০

নিত্যপণ্যে ভ্যাট কমাতে এনবিআরকে নির্দেশ মন্ত্রিসভার

আমদানিকৃত নিত্যপ্রয়োজনীয় পণ্যে ভ্যাট কমানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয় ও এনবিআরকে নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (১৪ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এনবিআরকে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন।

তিনি বলেন, ‘ভোজ্যতেল আমদানি পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট রয়েছে। এটা কীভাবে, কতটুকু কমানো যায়, সে বিষয়ে এনবিআরকে নির্দেশনা দেওয়া হয়েছে। ভোজ্যতেল, চিনিসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যে আমদানি পর্যায়ে ভ্যাট কমাতে বলা হয়েছে।’

কোন কোন পণ্য আমদানি পর্যায়ে ভ্যাট কমাতে মন্ত্রিসভা নির্দেশনা দিয়েছে—সেই প্রশ্নে আনোয়ারুল বলেন, যেটি ক্রাইসিসে থাকবে সেটার ভ্যাট কম পর্যায়ে নেওয়ার নির্দেশনা দিয়েছে। ভ্যাট একেবারে তুলে দেওয়া যাবে না। কারণ তখন এনবিআরের কাছে হিসেব থাকবে না। লোয়েস্ট পর্যায়ে নেওয়ার নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top