পবিত্র শবে বরাতে আতশবাজি-পটকা নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ মার্চ ২০২২, ২২:২৫

পবিত্র শবে বরাতে আতশবাজি-পটকা নিষিদ্ধ

শুক্রবার (১৮ মার্চ) শবে বরাতে আতশবাজি ও পটকাসহ সব ধরনের বিস্ফোরক নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার (১৬ মার্চ) ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

১৮ মার্চ (শুক্রবার) (১৪ শাবান ১৪৪৩ হিজরি) দিবাগত রাতে পবিত্র শবে বরাত উদযাপিত হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শবে বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬)-এর ২৮ ধারার ক্ষমতাবলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম আগামী ১৮ মার্চ সন্ধ্যা ৬টা থেকে ১৯ মার্চ ভোর ৬টা পর্যন্ত বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকা, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছেন।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top