বায়তুল মোকাররমে তারাবি পড়ালেন নতুন খতিব

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ এপ্রিল ২০২২, ২২:৩১

বায়তুল মোকাররমে তারাবি পড়ালেন নতুন খতিব

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তারাবি পড়িয়েছেন মুফতি রুহুল আমীন। তিনি গত ৩১ মার্চ (বৃহস্পতিবার) বায়তুল মোকাররমের নতুন খতিব হিসেবে নিয়োগ পান।

মুফতি রুহুল আমিন কওমি ধারার মাদরাসা শিক্ষাবোর্ড ‘বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা’-এর চেয়ারম্যান এবং সম্মিলিত কওমি শিক্ষাবোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া’-এর সদস্য। তাঁর পিতা মাওলানা শামসুল হক ফরিদপুরী (রহ.) ছিলেন বাংলাদেশের বিশিষ্ট আলেম এবং ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম নেতা।

মুফতি রুহুল আমীন শুক্রবার (১ এপ্রিল) ১১টা ৩০ মিনিটে বায়তুল মোকাররমে উপস্থিত হন এবং আল্লাহর দরবারে কৃতজ্ঞতা আদায় করেন। তিনি প্রথম জুমার বয়ানে নামাজ, রোজা ও তাকওয়া বিষয়ে আলোচনা করেন। তিনি মুসল্লিদের আসন্ন রমজানের প্রস্তুতি সম্পন্ন করার তাগিদ দেন এবং তাদের সামনে রোজাদারের মর্যাদা তুলে ধরেন। নামাজান্তে মুফতি রুহুল আমীন মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারীদের পরকালীন মুক্তি এবং দেশবাসীর জন্য কল্যাণ কামনা করে দোয়া করেন। নামাজের পর সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ নবনিযুক্ত খতিবের সঙ্গে দেখা করেন এবং তাঁকে অভিনন্দন জানান।

উল্লেখ্য, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব অধ্যাপক মাওলানা মুহাম্মদ সালাহউদ্দিন দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত ৩ ফেব্রুয়ারি মারা যান। তার মৃত্যুর পর নতুন খতিব হিসেবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে নিয়োগপ্রাপ্ত হন মুফতি রুহুল আমীন।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top