হাওর এলাকার বিভিন্ন সমস্যা খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২২, ০৭:২৫
হাওর এলাকায় নির্মিত রাস্তার কারণে পানি নামতে কোন সমস্যা হচ্ছে কিনা তা খতিয়ে দেখে আধা কিলোমিটার পর পর ব্রিজ নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
সোমবার (১৮ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন।
পরে সচিবালয় মন্ত্রিপরিষদ সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের একথা বলেন।
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আমাদের দেশে সারা বছরে ৫ হাজার মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। কিন্তু সম্প্রতি সিলেট অঞ্চলে যে বৃষ্টিপাত হয় তার পরিমাণ ১২শ’ মিলিমিটার। যে কারণে হঠাৎ করেই হাওর এলাকায় বন্যা দেখা দিয়েছে।
তিনি বলেন, সাধারণত ৩০ এপ্রিলের মধ্যে হাওর এলাকার ধান কাটা শেষ হয়ে যায়। আগামী সাত দিনের মধ্যে বৃষ্টিপাত না হলে ফসলের খুব বেশি ক্ষতি হবে না।
তিনি আরো বলেন, সিলেট অঞ্চলের পানি সাধারণত কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম এলাকা দিয়ে প্রবাহিত হয়। এই এলাকায় হাওরের মধ্য দিয়ে অনেক রাস্তাঘাট নির্মাণ করা হয়েছে। এ সকল রাস্তার কারণে হাওরের পানি নামতে কোন সমস্যা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যদি সমস্যা হয়ে থাকে তাহলে আধা কিলোমিটার পর পর ব্রিজ নির্মাণ করার নির্দেশ দিয়েছেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, হাওর এলাকার ধাম যাতে আরো অল্প সময়ের মধ্যে উৎপাদন করা যায় সে জন্য সরকারের সংশ্লিষ্ট বারি ও বীনাকে নির্দেশ দিয়েছেন।
হাওর এলাকার নদী ও খালের ওপরে পলি পড়ে ভরাট হয় তা আগামী অর্থবছরের মধ্যে ড্রেসিং করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: হাওর সমস্যা প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।