বিজিবি এখন ত্রিমাত্রিক বাহিনী: প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২০, ১৪:১৪
নিজস্ব প্রতিবেদক:
বিজিবিকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এই বাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নে সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে।
শনিবার (৫ ডিসেম্বর) চট্টগ্রামের সাতকানিয়ায় বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের (বিজিটিসিঅ্যান্ডসি) বীরউত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে বিজিবির ৯৫তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের সুরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবিকে সর্বাধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে। শৃঙ্খলা ও সহমর্মিতা ধরে রেখে বাহিনীর সদস্যদের সামনে এগিয়ে যাবার আহ্বানও জানান তিনি।
তিনি বলেন, চোরাচালান, নারী পাচার, শিশু পাচারসহ সীমান্ত এলাকার অপরাধ দমনে বিজিবিতে আধুনিক প্রযুক্তি যুক্ত করা হয়েছে। যা কার্যকরি ভূমিকা রাখবে।
সীমান্তে চোরাচালান মাদক সহ সবধরনের অপতৎপরতা বন্ধে বিজিবিকে সব সময় তৎপর থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে সবাইকে সুরক্ষিত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
ফায়ারিং এ শ্রেষ্ঠ নবীন সৈনিক ও সব বিষয়ে সেরা নবীন সৈনিককে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পুরস্কার তুলে দেন বিজিবি মহাপরিচালক। এর আগে নবীন সৈনিকরা তেজোদ্দীপ্ত কুচকাওয়াজ প্রদর্শন করেন।
এনএফ৭১/আরআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।